রাবি প্রতিনিধি : প্রকাশনা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বিস্তারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বইমেলা ২০২৫। আট দিনব্যাপী এই মেলা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, প্রতিবছর সারা দেশে যে একুশে বইমেলা হয়, এবছর মাহে রমজান ও নির্বাচনের কারণে সেটি আগিয়ে আনতে হয়েছে। গত বছর আমরা প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে বইমেলার আয়োজন করেছিলাম। এবার আমরা গতবারের তুলনায় আরও বৃহৎ পরিসরে, বেশি জায়গা নিয়ে আয়োজন করেছি। শুরুতেই অনেক স্টল বসে গেছে। আমি আশা করি এবারের সাত দিনের এই বইমেলা অত্যন্ত...
Developed by BDITHOST