রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবনিযুক্ত শিক্ষকদের জন্য আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘ওরিয়েন্টেশন ওয়ার্কশপ ফর দ্য ফ্রেশ ফ্যাকাল্টি মেম্বার্স’ কর্মশালা মঙ্গলবার সমাপ্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্মশালাটি আয়োজন করে। প্রতিদিন সকাল সোয়া ৯টা থেকে আইকিউএসি’র সম্মেলন কক্ষে কর্মশালার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে টেকনিক্যাল সেশনগুলোতে আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. আবু রেজা, অতিরিক্ত পরিচালক প্রফেসর মনিমুল হক এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন অ্যাক্রেডিটেশন ও মান নিশ্চয়তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বক্তৃতা দেন।
Developed by BDITHOST