
রাবি প্রতিনিধি : তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউনিস্যাব) আয়োজনে ‘ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস রূপ নেয় এক প্রাণবন্ত উৎসবে। মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিনটি বিভাগে— বিজনেস কেস কম্পিটিশন, প্রমো অ্যাড মেকিং এবং ক্রিয়েটিভ কনটেন্ট রাইটিং। প্রতিটি বিভাগে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সৃজনশীলতা, দক্ষতা, দলগত সমন্বয় এবং নতুন ধারণা উপস্থাপনের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরেন। একাধিক বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘টিম ঝালমুড়ি’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাইন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড....
Developed by BDITHOST