অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সামনে রেখে বিবাহিত শিক্ষার্থীদের জন্য হল নির্মাণসহ ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল–মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল। আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের পক্ষ থেকে এই ইশতেহার ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর, জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন ও এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা। ছাত্রদলের নির্বাচনী ইশতেহারের অষ্টম দফায় বলা হয়, ‘রাবিয়ান কাপলদের জন্য আবাসিক হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।’ এর পাশাপাশি পাশাপাশি নতুন হল নির্মাণ, অনাবাসিক শিক্ষার্থীদের মাসিক ভর্তুকি প্রদান ও পূর্ণ আবাসিকতার রোডম্যাপ প্রণয়নের ঘোষণা দেওয়া হয়। ইশতেহারে প্যানেলটি ক্যাম্পাসকে আধুনিক, নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও মুক্তচিন্তার শিক্ষার পরিবেশে রূপান্তরের অঙ্গীকার জানায়।...
Developed by BDITHOST