রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্য, আবাসন ও চিকিৎসা সংকট সমাধানে পাঁচ দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনগুলোর জোট ‘গণতান্ত্রিক ছাত্র জোট’।
বৃহস্পতিবার (২৪জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে বুথ বসিয়ে দ্বিতীয় দিনেরমতো স্বাক্ষর সংগ্রহ করেন তাঁরা। এ সময় তাঁরা জানান, আগামী সাতদিন ধরে একাডেমিক ভবন, আবাসিক হলসহ বিভিন্ন স্থানে স্বাক্ষর সংগ্রহ চলবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে- শতভাগ আবাসিকতা নিশ্চিত, গণরুম চালু রাখা ও অধ্যাদেশ অনুযায়ী সিট বরাদ্দ, প্রভোস্ট স্বাক্ষরের ৫০ টাকার ফি বাতিল, হল ডাইনিংয়ে ক্যাটারিং ব্যবস্থা তুলে পুষ্টিকর খাবার সরবরাহ এবং বধ্যভূমি-জিয়া হল ও স্টেশন বাজার-বিনোদপুর সড়ক দ্রুত সংস্কার।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবায় ২৪ ঘণ্টা কার্যক্রম চালু, পর্যাপ্ত জনবল, অ্যাম্বুলেন্স, ওষুধ সরবরাহ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে ফার্মেসি স্থাপনের দাবিও জানানো হয়।
জোট নেতারা রাকসু নির্বাচন আয়োজন, সন্ত্রাস ও সাইবার বুলিং প্রতিরোধে স্বাধীন সেল গঠন এবং কোরআন পোড়ানো, ককটেল হামলা ও ছাত্র জোটের কর্মসূচিতে হামলার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “আমরা শিক্ষার্থীদের মৌলিক সমস্যা নিয়েই কাজ করছি। সাধারণ শিক্ষার্থীরাও আমাদের দাবিতে ব্যাপকভাবে সমর্থন দিচ্ছে।”
এর আগে গত ৮ জুলাই একই দাবিতে সংবাদ সম্মেলন করেছিল গণতান্ত্রিক ছাত্র জোট।