স্টাফ রিপোর্টার: গত ২০ নভেম্বর এক মানববন্ধনে রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ও কোটায় ভর্তি অকৃতকার্য শিক্ষার্থীদের ভর্তি বাতিল করতে বিশ^বিদ্যালয় প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। কিন্তু বেধে দেওয়া সময় পেরিয়ে গেলেও পোষ্য কোটা ও ভর্তি বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বিশ^বিদ্যালয় প্রশাসন। প্রশাসন বলছে, বিষয়টি তাদের ফোরামে আসলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ওই মানববন্ধন কর্মসূচিতে বেধে দেওয়া সময়ের মধ্যে পোষ্য কোটা ও ভর্তি বাতিল করা না হলে ফেল করা শিক্ষার্থী ও তাদের অভিভাবক শিক্ষকদের ছবিসহ সকল তথ্যসম্বলিত বিলবোর্ড ক্যাম্পাসের মোড়ে মোড়ে টানানোর হুশিয়ারি দিয়েছিলেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবন অবরোধের হুশিয়ারিও দেন তারা। কিন্তু তিন দিন পার হয়ে আরও তিনদিন অতিবাহিত হলেও তাদের কোনো কার্যক্রম চোখে পরেনি। তারা বলছেন, বিশ^বিদ্যালয় প্রশাসন বিষয়টি আড়াল করার জন্য কোনো...
Developed by BDITHOST