
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগে সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সকালে মামলা দায়েরের পর তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ছয়জন তাঁদের নাম-পরিচয় প্রকাশ করলেও একজন প্রকাশ করেননি। তবে পুলিশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে তাঁর নাম-পরিচয়। ওই ব্যক্তি হলেন ৩৮তম বিসিএসে নন ক্যাডার শেখ আবু হানিফ। বর্তমানে তিনি বরিশালের গৌরনদী উপজেলার সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক। অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বলেন, ‘গতকাল প্রশাসনের আটককৃত সাতজনের মধ্যে একজন ৩৮তম বিসিএসের ননক্যাডার হিসেবে সমাজসেবা অধিদপ্তরে কর্মরত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্বীকার...
Developed by BDITHOST