
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৯ মে) সকাল ৯টা থেকে ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) প্রথম শিপ্টের পরীক্ষা শুরু হয়। যা চলে সকাল১০ টা পর্যন্ত। বিশ্ববিদ্যায়ের ভর্তি পরীক্ষা সূত্রে জানা গেছে, সকাল ৯ টায় অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের প্রথম শিফটে বিজ্ঞানের ১০০০১-২৮৫৭৪ পর্যন্ত রোলের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞানের ৩০০০১-৪৮৫৭৪ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিজ্ঞানের ৫০০০১-৬৮৫৭৪ রোল পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেবেন। এছাড়া, চতুর্থ শিফট বেলা ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিজ্ঞানের ৭০০০১-৮৮৫৭৩ রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ‘সি’ ইউনিটে ১ হাজার ৫৩৩ টি আসনের বিপরীতে ৭৫ হাজার ৮৫১ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবেন। আসন প্রতি...
Developed by BDITHOST