
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আধুনিক খেলাধুলার পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টায় শহীদ বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভ্যগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল আলোচকের বক্তব্যে রাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। বাংলাদেশের ইতিহাসের চেয়ে বাঙ্গালিদের ইতিহাস আরও বিস্তৃত । বাঙালির এ সুদীর্ঘ ইতিহাসে বিস্তৃত রক্তাক্ত এবং মর্মান্তিক ঘটনা নানা ঘটনা আছে। যারা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানেন, বাঙালিরইতিহাস সম্পর্কে জানেন নৃশংসতায় এই ১৫ই আগস্ট অতীত ইতিহাসের যেকোনো ঘটনাকে অতিক্রম করে যায়। তিনি বলেন, ৭১ এরপর আমাদের তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেসময় অনেক তরুণ নীরবে...
Developed by BDITHOST