
রাবি প্রতিনিধি : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। সোমবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। এসময় রাকসু ভবনের সামনে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ, জোহা চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্নস্থানে রাকসুর নেতাদের শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। মিষ্টি বিতরণের সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, এই রায়কে দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই রায়কে বাস্তবায়ন করার জন্য যেভাবেই হোক ইন্টারপোলের মাধ্যমে খুনি হাসিনাকে দেশে এনে সবার চোখের সামনে তার ফাঁসি কার্যকর করতে হবে। সব শহীদ পরিবার ও নির্যাতিত মানুষেরা এই শান্তি ইন্টেরিম সরকারের মাধ্যমেই উপভোগ করতে চায়। রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, হাসিনার আমলে আমরা অসংখ্য ট্রাজেডি...
Developed by BDITHOST