
স্টাফ রিপোর্টার: সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন থেকে এইন শিক্ষককে সকল একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার দাবি জানানো হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। ‘নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি, রাজশাহী’ নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। অভিযুক্ত শিক্ষক ড. এনামুল হক রাবির মনোবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। গত ২৩ মে বিভাগের সভাপতি ড. মাহবুবা কানিজ কেয়া রাবির উপাচার্য বরাবর এই শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে কেয়া নিজেও অভিযোগ এনেছেন যে, অভিযুক্ত শিক্ষক তাঁর সঙ্গেও অত্যন্ত অশালীন আচরণ করেছেন। অভিযোগে বলা হয়, গত ২১ মে বিভাগীয় সভাপতির অফিসকক্ষে একটি সভা চলছিল। সেই সভায় ড. এনামুল হক...
Developed by BDITHOST