স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'সুশাসনে নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ সেমিনারটি আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির (বিপিএস) সভাপতি ও ঢাকা বিশ্ববদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. সাজাহান মিয়া। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল ইসলাম ও অধ্যাপক এম হুমায়ুন কবীর এবং কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফজলুল হক। সেমিনারের স্বাগত বক্তব্য রাখেন বিপিএস-এর সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বর্তমান সময়ে জ্ঞান-বিজ্ঞানের উচ্চপর্যায়ে উপনীত হওয়ার অন্যতম মাধ্যম দর্শনচর্চা। দর্শন মূলত জ্ঞানের প্রতি অনুরাগ এবং মুক্তচিন্তার...
Developed by BDITHOST