
স্টাফ রিপোর্টার : গৌরবের ৭২ বছর পূর্তি উদ্যাপন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগ। দীর্ঘ এ যাত্রার স্মৃতিকে ধারণ করে শনিবার সকালে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উৎসব। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় আইন বিভাগের সামনে শুরু হয় মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগের ২৯ জন বিচারপতি, দেশের বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, আইনজীবীসহ প্রায় তিন হাজার সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই উৎসবে দেশ-বিদেশ থেকে আগত সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বহু বছর পর একে অপরকে দেখে আবেগে আপ্লুত হন অনেকে। কেউ স্মৃতিচারণায়, কেউ ছবি তোলায়,...
Developed by BDITHOST