
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে ১২ ঘণ্টা ধরে অনশন করছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদেক রহমান। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তাকে অনশন করতে দেখা যায়। এর আগে বৃহস্পতিবার রাকসুর সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তিন দফা দাবি জানায় বিভাগের শিক্ষার্থীরা। এক যৌথ আবেদনে শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি বিভাগীয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অডিও ক্লিপ, স্ক্রিনশট এবং ফরেনসিক রিপোর্টসহ বিভিন্ন অভিযোগ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সর্বদা স্বচ্ছতা, যোগ্যতা ও ন্যায়বিচারের নীতি অনুসারে পরিচালিত হওয়া উচিত। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ...
Developed by BDITHOST