নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:২৬। ১৪ মে, ২০২৫।

রাবির নাট্যচক্রের সভাপতি জেসমিন, সম্পাদক ইমন

নভেম্বর ২৭, ২০২২ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘সমকাল নাট্যচক্র’র নতুন কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী জেসমিন আক্তার জেবাকে সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইমন ইসলামকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়। রোববার বিকেলে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদা সালভি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৩ জন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ নভেম্বর রাকসু ভবনে অবস্থিত সমকাল নাট্যচক্রের নিজস্ব মহড়া কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা হলেন- সহ-সভাপতি নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এমএ হাদি, সাংগঠনিক সম্পাদক আওয়াল হোসেন আশিক, সহ-সাংগঠনিক সম্পাদক জনি মাহমুদ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিদা সালভি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রিন্টু তনচংগ্যা, অর্থ সম্পাদক আফসারা মাহজাবিন, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সহ-দপ্তর সম্পাদক সোলাইমান গাজী, শিক্ষা গবেষণা ও তথ্য সম্পাদক আনিকা আল মামুন জিনিয়া ও সহ-শিক্ষা গবেষণা ও তথ্য সম্পাদক উজ্জ্বল হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।