
স্টাফ রিপোর্টার: শিক্ষা ও গবেষণা কার্যক্রমে উৎকর্ষের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এক অনাড়ম্বর আয়োজনে রাবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক ও ইবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মোসলেম উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে তাঁরা পরস্পরের সাথে স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন। স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা, প্রকাশনাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইবির কোষাধ্যক্ষ বলেন, উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান সৃষ্টি ও বিতরণ। একাডেমিক ক্ষেত্রে রাবির সাথে ইবির সম্পর্ক দীর্ঘদিনের। এই সমঝোতা কেবল বার্ষিক কর্মপরিকল্পনা মূল্যায়নকে ত্বরান্বিত করবে না সাথে সাথে শিক্ষা ও...
Developed by BDITHOST