
স্টাফ রিপোর্টার : দুই বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আত্মহত্যা করেছেন প্রায় ১১ শিক্ষার্থী। যেখানে রাবির ৯ জনসহ রুয়েটের রয়েছে ২ জন শিক্ষার্থী। শুধু রুয়েট বা রাবি নয় আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। এর কারণ হিসেবে রুয়েট শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে নেই কোনো মানসিক স্বাস্থ্য কেন্দ্র। এদিকে রাবিতে মানসিক স্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেবা নিয়ে রয়েছে হাজার প্রশ্ন। তবে শিক্ষার্থীরা পারিবারিক কলহ, প্রেমঘটিত জটিলতা, বেকারত্ব, নিঃসঙ্গতা, পরীক্ষা নিতে প্রশাসনের গড়িমসি, ফলাফল দিতে বিলম্ব, নতুন পরিবেশে খাপ খাওয়াতে ব্যর্থ, ফলাফল আশানুরূপ না হওয়া, মানসিক চাপ, পারিবারিক চাপসহ বিভিন্ন কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ গত ৮ জুন চিরকুটে ‘স্বেচ্ছায় মৃত্যু’ লিখে আত্মহত্যা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো....
Developed by BDITHOST