নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৯:৪৮। ১৪ মে, ২০২৫।

রাবি শিক্ষার্থীর মৃত্যুবীমার চেক হস্তান্তর

মে ৭, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মরহুম শিক্ষার্থী এস এম আব্দুল কাদিরের মৃত্যুবীমা দাবির অর্থ রবিবার প্রদান করা হয়েছে। এদিন দুপুরে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জেনিথ ইসলামী লাইফ ইন্সু্যরেন্স কোম্পানী প্রদত্ত ২ লক্ষ টাকার চেক মরহুমের পিতা মো মোখলেসুর রহমানের নিকট হস্তান্তর করেন। এসময় উপ—উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান—উল—ইসলাম, উপ—উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, ছাত্র—উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ফলিত গণিত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এস এম আব্দুল কাদির ১৮ ফেব্রুয়ারি রাবি ক্যাম্পাস সংলগ্ন একটি মেসে আকষ্মিকভাবে ইন্তেকাল করেন। তিনি কিশোরগঞ্জের বাসিন্দা ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।