
স্টাফ রিপোর্টার: ভারতের ভোপালের ন্যাশনাল ল ইনস্টিটিউট ইউনিভার্সিটির (এনএলআইইউ) আন্ডারগ্রাজুয়েট স্টাডিজের অধিকর্তা ঘাইয়ুম আলমের নেতৃত্বে তিন সদস্যদের এক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করছেন। এসময় তাঁরা রাবির আইন বিভাগ পরিদর্শন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তাঁরা আইন অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আব্দুল হান্নানের সাথেও সৌজন্য সাক্ষাত করেন। প্রতিনিধিদলটি মঙ্গলবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীরের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানে আইন ও সংশ্লিষ্ট বিষয়সমূহে শিক্ষা ও গবেষণা সম্পর্কে আলোচনাসহ উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থী ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় করেন। শীঘ্রই এই বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা সম্পর্কেও তাঁরা একমত হন। আলোচনাকালে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক...
Developed by BDITHOST