
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. সায়মা হোসেনের মৃত্যুর প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ রিপোর্ট প্রকাশ করা হয়। লিখিত তদন্ত রিপোর্ট সবার সামনে উপস্থাপন করেন তদন্ত কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন খান। তিনি জানান, সায়মার মৃত্যুর পরদিন থেকেই ২১ জন ব্যক্তির সাক্ষাৎকার, মেডিকেল ও সুইমিংপুলের সিসিটিভি ফুটেজ, লিখিত বক্তব্যসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এ প্রাথমিক রিপোর্ট তৈরি করা হয়েছে। তদন্ত রিপোর্টে বলা হয়, সেদিন সায়মা সাইকেল নিয়ে সুইমিংপুলে আসে। সাইকেল রেখে পোশাক পরিবর্তন করে পানিতে নামে। তার সঙ্গে আরও একজন শিক্ষার্থীও সাঁতারে অংশ নেয়। দুজন একসঙ্গে সাঁতার শুরু করলেও তার সহপাঠী কিছুটা দ্রুত ছিল এবং এগিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল...
Developed by BDITHOST