স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এখন শয্যার সংখ্যা এক হাজার ২০০টি। এই শয্যা আরও ১ হাজার ২০০টি বাড়িয়ে দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশের আটটি মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এখানেও শয্যা বাড়ছে। গত ২ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের প্রধান আটটি মেডিকেল কলেজ হাসপাতালে ১০ হাজার শয্যা বৃদ্ধির পরিকল্পনা সরকারের। এই কাজ শুরু হবে আগামী অর্থবছরে। তার আগেই এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর একটি প্রকল্প পরিকল্পনা তৈরি করবে। এতে নতুন শয্যা স্থাপনের জন্য ভবন তৈরি ও সংস্কার করার পরিকল্পনা উল্লেখ থাকবে। আগামী অর্থবছরে এই বাজেট ধরা হবে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন, ‘আমাদের হাসপাতালে এখন ১ হাজার ২০০ শয্যা। কিন্তু রোগী থাকেন এর...
Developed by BDITHOST