
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই গৃহবধু মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে (২ নভেম্বর) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া গৃহবধুরা হলেন, চারঘাট উপজেলার শহির উদ্দিনের স্ত্রী মর্জিনা (৫০) ও একই উপজেলার আমিরুল ইসলামের স্ত্রী রিকতা (৫০)। হাসপাতাল পরিচালক বলেন, মর্জিনা ও রিকতা ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। তারা স্থানীয়ভাবেই তিনি ডেঙ্গু আক্রান্ত। তাদের অবস্থা জটিল হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তারা তিনি মারা যান। তিনি জানান মর্জিনা মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান। এছাড়া রিকতা বুধবার (১ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে মারা যান। পরিচালক বলেন, চলতি মৌসুমে রামেক হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।...
Developed by BDITHOST