নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১:২৩। ১৫ নভেম্বর, ২০২৫।

রামেক হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

অক্টোবর ২৫, ২০২৩ ১১:৩২
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া দুজন হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার জেসমিন বেগম (৫০) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. পলাশ (২৯)। এ নিয়ে চলতি মৌসুমে রামেক হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, দুজনেই স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হন। জ¦র নিয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরীক অবস্থার অবনতি হলে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানেই রাতে তাদের মৃত্যু হয়।
চলতি মৌসুমে এখন পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী। এরমধ্যে তিন হাজার ১৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে আরও ২০৮ জন রোগী ভর্তি আছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।