
স্টাফ রিপোর্টার: করোনাকালীন প্রণোদনার অর্থ আত্মসাৎ, বিনামূল্যের ডিপ্লোমা নার্সিং প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকা লোপাটসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট সুফিয়া খাতুনের বিরুদ্ধে। তাঁর অনুগত হওয়ায় সরাসরি করোনা রোগীর সেবা না করেও অনেকে পেয়েছেন সম্মানী। অনিয়মের বিরুদ্ধে বললেই করেন বদলি। সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েও কাজ হয়নি। বরং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কর্মকর্তাকে হাত করে বেড়েছে সুফিয়ার ‘নার্সগিরি’। জানতে চাইলে সুফিয়া খাতুন বলেন, ‘নার্সরা কেন অভিযোগ করছেন, আমি জানি না। এসব করে লাভ হবে না। করোনাকালে দায়িত্ব পালনকারী সবাই প্রণোদনার টাকা পেয়েছেন। কারও কাছ থেকে প্রশিক্ষণের জন্য টাকা নেওয়া হয়নি।’ তবে তিনি স্বীকার করেন, ‘এখানে বেশির ভাগ নার্স কম বয়সী। করোনাকালে রোগে আক্রান্তের ঝুঁকি এড়াতে বয়স্কদের চেয়ে কম...
Developed by BDITHOST