নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৮:৫৪। ৫ আগস্ট, ২০২৫।

রামেবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত

আগস্ট ৫, ২০২৫ ৬:১৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক বলেছেন, আমাদের চিন্তা-চেতনা ও কাজে-কর্মে জুলাই স্পিরিটকে ধারণ করতে হবে। জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন, যে লক্ষ্যে শহীদ আবু সাইদ, মুগ্ধসহ হাজার হাজার ছাত্র-জনতা জুলাই-আগস্টে রক্ত দিয়েছেন তাদের সে লক্ষ্য অর্জনে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের টপ লেবেলের কিছু নেতা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও বিভিন্ন জায়গায় বসে আছে, তাই আমরা কাঙিক্ষত ফলাফল পাচ্ছি না। তাই জুলাই গণঅভ্যুত্থানের কাঙিক্ষত ফলাফল পেতে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাস্ট্র গঠনে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে রাকাব-এর বিভিন্ন কর্মসূচি

মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫ খ্রি.) সকাল ১০টায় রামেবি’র অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ৯টায় উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক রামেবি’র অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

রামেবি’র রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ হাসিবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ ডা. মোঃ জাকির হোসেন খোন্দকার। অনুষ্ঠানে কলেজ পরিদর্শক প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মোঃ শাহ আলম, অফিস সহায়ক মোঃ যামির হোসেন প্রমুখ বক্তৃতা করেন। সভা সঞ্চালনা করেন, অর্থ ও হিসাব দপ্তরের সেকশন অফিসার মোঃ মিজানুর রহমান। আলোচনা সভা শেষে জুলাই শহীদদের অত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মুহাম্মদ ইব্রাহীম কবীর। এসময় পিএস টু ভিসি (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল হোসেন, সেকশন মোঃ জামাল উদ্দীন, অফিসার শারমিন আক্তার, শাহারিয়ার ইসলাম, মাসুম খান, শাকিল আহমেদ, তানভীর আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা রাসেল আলী, ব্যক্তিগত কর্মকর্তা (পিও) জাহিদ হাসান, মাহমুদুর রহমান, নূর-রায়হান, পিও কাম কম্পিউটার অপারেটর মোঃ আব্দুস সোবহান, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর কবির আহমেদ, মেহেদী মাসুদ সানি, আশরাফুল ইসলাম, সানজিদা হান্নান, লিটন আলী, এল্লিইন জাবানিয়া, স্টোর কিপার শামীম হোসেন, ডাটা এন্ট্রি অপারেটর শহিদুল ইসলামসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  উত্তরাখণ্ডে হড়কা বান-ভূমিধসে নিখোঁজ অন্তত অর্ধশত

উল্লেখ্য যে, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে গত ৩ আগস্ট, রোববার সকাল ১০টা থেকে দুপুর ২.৩০ মি. পর্যন্ত রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা এবং ৪ আগস্ট, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২.৩০ মি. পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির আয়োজন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।