নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ৯:৩৮। ১২ অক্টোবর, ২০২৫।

রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের!

অক্টোবর ১২, ২০২৫ ৭:৩০
Link Copied!

অনলাইন ডেস্ক : দিন কয়েক আগেই শোনা যায়, প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। এ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই নেটিজেনদের নজর কাড়ল রাশমিকার আঙুলে থাকা একটি আংটি; যা কৌতূহল বাড়িয়েছে ভক্তদের।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল ভিডিও পোস্ট করেন রাশমিকা। সেখানে দেখা যায়, পোষা কুকুরের সঙ্গে খেলছেন তিনি। তবে ভক্তদের নজর ছিল মূলত তার অনামিকার চকচকে আংটির দিকেই। অনেকেই মনে করছেন, এটি তাদের বাগদানের আংটি।

আরও পড়ুনঃ  বড় সুখবর পেলেন সাইফ-নাসুম

ভারতীয় সংবাদমাধ্যমে ইতোমধ্যে রাশমিকা ও বিজইয়ের আংটি বদলের খবর প্রকাশ করেছে। এটাও জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ব্যাপক পরিসরে বিয়ে করার পরিকল্পনা চূড়ান্ত হতে পারে তাদের। যদিও দুই তারকার কেউই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে যারা
রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে প্রায় এক বছর ধরে। তারা সব সময়ই নিজেদের ‘শুধু বন্ধু’ বলে উল্লেখ করলেও ভক্তদের উৎসাহ কমেনি একটুও। দক্ষিণী সিনেমায় বিজয় যেমন জনপ্রিয়, তেমনি ‘পুষ্পা’ ও ‘অ্যানিম্যাল’ এর সাফল্যের পর রাশমিকাও এখন ভারতের অন্যতম আলোচিত মুখ।

তবে প্রশ্ন, সত্যিই কি আংটিবদল সেরে ফেলেছেন রাশমিকা-বিজয়, নাকি শুধুই গুঞ্জন? যদিও এটির উত্তর নির্ভর করছে তাদের স্বীকারোক্তির ওপর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।