নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৪:৩৬। ২ জুলাই, ২০২৫।

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

জুন ৮, ২০২৫ ৩:৫৭
Link Copied!

অনলাইন ডেস্ক : ইউক্রেনের মধ্যাঞ্চলে রাতভর রাশিয়ার ড্রোন ও বিমান হামলায় এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে রোববার আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন।

কিয়েভ থেকে এএফপি জানায়, রাশিয়া ডিনিপ্রোপেট্রোভস্কের শিল্পাঞ্চলে ড্রোন, কামান ও রকেট লঞ্চার দিয়ে হামলা চালায়। হামলায় ভবন এবং বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ইস্তাম্বুলের সর্বশেষ আলোচনায় তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে ব্যর্থ হওয়ায় রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার হামলা বৃদ্ধি করেছে।

আরও পড়ুনঃ  গাজায় যুদ্ধ বন্ধ চান ট্রাম্প, জানাল হোয়াইট হাউস

দিনিপ্রোপেট্রোভস্ক কাউন্সিলের প্রধান মাইকোলা লুকাশুক বলেছেন, ‘রাশিয়া সিনেলনিকিভস্কি জেলায় বোমা হামলা চালিয়েছে। হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।’

লুকাশুক বলেন, ‘তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

তিনি আরো বলেন, ‘হামলায় পাঁচটি ব্যক্তিগত বাড়ি ও একটি কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হয়েছে।’

অন্যদিকে, নিকোপোল জেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠান, চারটি বাড়ি এবং বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ  ভুয়া মামলার হয়রানি রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজন করা হয়েছে : আইন উপদেষ্টা

কয়েকদিন আগে রাশিয়ার বিমান হামলায় ডিনিপ্রোপেট্রোভস্কের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে ১২ জন সৈন্য নিহত হয়।

রাশিয়ার বিমান ঘাঁটিতে কিয়েভের হামলার প্রতিশোধ হিসাবে মস্কো সাম্প্রতিক দিনগুলোতে একের পর এক হামলা চালিয়েছে যাচ্ছে।

উভয় পক্ষই একে অপরকে বৃহৎ পরিসরে বন্দী বিনিময় বিলম্বিত করার জন্য অভিযুক্ত করেছে। যা ইস্তাম্বুলে আলোচনার একমাত্র সুনির্দিষ্ট ফলাফল।

এই সপ্তাহের শেষে উভয় পক্ষের এক হাজারেরও বেশি লোককে মুক্তি দেওয়ার কথা ছিল।

আরও পড়ুনঃ  নায়কের মুখে গন্ধ, অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী বিপাশা

মস্কো শনিবার দাবি করেছে, ইউক্রেন বন্দী সেনা বিনিময়ের জন্য কোনো তারিখ চূড়ান্ত করেনি। অন্যদিকে কিয়েভ অভিযোগ করেছে, রাশিয়া আগের নির্ধারিত শর্ত না মেনে ‘নোংরা খেলা’ খেলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।