
অনলাইন ডেস্ক : ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ঝাপোরিজ্জিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে শনিবার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। এছাড়া রুশ হামলায় ঝাপোরিজ্জিয়ায় ২ জন আহত এবং প্রদেশটির সংলগ্ন বন্দরশহর ওডেসায় ২ জন নিহতও হয়েছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেল টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন ঝাপোরিজ্জিয়ার আঞ্চলিক গভর্নর ইভান ফেদেরভ। টেলিগ্রাম পোস্টে ফেদেরভ বলেন, “শনিবার রুশ বাহিনীর রাতভর হামলায় ঝাপোরিজ্জিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে প্রদেশের প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। এছাড়া প্রদেশের অন্তত ২ জন আহত এবং ঝাপোরিজ্জিয়ার সংলগ্ন ওডেসায় ২ জন নিহত হয়েছেন রুশ হামলায়। আমাদের বিদ্যুৎ প্রকৌশলী এবং ক্রুরা কাজ করছেন। আমরা চেষ্টা করছি যত শিগগির সম্ভব বিদ্যুৎ সরবরাহ...
Developed by BDITHOST