অনলাইন ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমে বিদ্রোহীদের একটি ঘাঁটি লক্ষ্য করে সোমবার ভোরে রাশিয়া বিমান হামলা চালালে অন্তত আট যোদ্ধা নিহত হয়। যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ কথা জানায়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট-এর প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রাশিয়ার যুদ্ধবিমান ইদলিব নগরীর পশ্চিম উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে অন্তত আট যোদ্ধাকে হত্যা করেছে।’ খবর এএফপি’র।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।