স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আওয়ামী লীগের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির চার নেতার জামিন বহাল রেখেছেন আদালত। সোমবার দুপুরে এ মামলায় রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দেন মামলার আসামিরা। এ সময় তাদের আইনজীবী আলী আশরাফ মাসুুম জামিন বহাল রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন বহাল রাখেন। এই চার নেতা হলেন- বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। তাদের আইনজীবী আলী আশরাফ মাসুুম জামিন বহাল রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছরের ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় এই চার নেতার বিরুদ্ধে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। মহানগর...
Developed by BDITHOST