স্টাফ রিপোর্টার : বিগত ২০২৪ ও ২০২৫ সালের রাজশাহী সিটি কর্পোরেশনের পি.আর.এল/অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে নগর ভবন এ্যানেক্স হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, আপনারা প্রত্যেকেই আপনাদের কর্মের প্রতি ন্যায় নিষ্ঠ ছিলেন। আপনাদের কর্মময় জীবনের সুনামে রাজশাহী সিটি কর্পোরেশন এতো সুনাম অর্জন করেছে। আপনাদেরকে সংবর্ধিত করতে পেরে আজ আমরা গর্বিত। আগামীতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। এখানে নগরবাসীর প্রত্যাশা অনেক। নগরবাসীর প্রত্যাশা...
Developed by BDITHOST