সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় দুপুরে নগর ভবনে সচিব মহোদয়ের দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক এবং অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সভাপতির বক্তব্যে প্রশাসক মহোদয় বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। রাসিককে আর্থিকভাবে সবল করতে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ ও সকল আদায় কার্যক্রম জোরদার করতে হবে। সরকারি-বেসরকারি হোল্ডিং কর আদায়, বাণিজ্যিক লাইসেন্স, ইজারা, অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স, সিনেপ্লেক্স সহ আয়ের খাতসমূহের আদায় কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নগরীর সড়কবাতির বিদ্যুৎ ব্যয় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সভায় জুলাই-২০২৪ হতে সেপ্টেম্বর-২০২৪ পর্যন্ত প্রকৃত আয়...
Developed by BDITHOST