
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের জোন-৭ (১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডে) সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে এই প্রথম নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা। রাজশাহী সিটি কর্পোরেশন তথা রাজশাহীর কোন নির্বাচনেই এর পূর্বে তৃতীয় লিঙ্গের কেউ নির্বাচিত হননি। প্রথমবার রাসিক নির্বাচনে প্রতিদন্দিতা করেই বাজিমাত করে দিয়েছেন তিনি। তিনি আনারস মার্কা নিয়ে মোট ৬২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি প্রতিদন্দি প্রার্থী নাজমার থেকে ১২১৬ ভোট বেশী পেয়েছেন। শনিবার বাদ আসর মহানগরীর ছোটবনগ্রাম পশ্চিমপাড়া কোটাপুকুর বাইপাস মোড় হতে শত শত নারী পুরুষ এই আনন্দ র্যালিতে অংশগ্রহন করেন। তারা নানা ধরনের স্লোগান ও নেচে গেয়ে আনন্দ করেন। সেইসাথে খেলেন আবির। বাঁধ ভাঙ্গা মেতে ওঠেন সবাই। তারা র্যালি শুরু করে খোরশেদের মোড় হয়ে চন্দ্রিমা থানার মোড় দিয়ে ক্লাব মোড় হয়ে অত্র ওয়ার্ডের বিভিন্ন...
Developed by BDITHOST