
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ডেঙ্গু রোগে আক্রান্তের হার স্থিতিশীল অবস্থায় রয়েছে। কয়েক সপ্তার তুলনায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চাপ কমেছে। তবে প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী ভর্তি হলেও তুলনায় কম। এ অবস্থায় চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, জ¦র আসার ৭২ ঘণ্টার মধ্যে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। ডেঙ্গুর পরীক্ষা নিয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না। জ¦র হয়েছে। তবে ডেঙ্গু পজেটিভ না আসলেও চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিতে হবে। রাজশাহীতে ডেঙ্গু পরীক্ষার ফি নিয়ে রোগীদের মধ্যে অসন্তোষ রয়েছে। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মূল্য ছাড়াই ডেঙ্গুর পরীক্ষা করছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাপসাতালে ডেঙ্গু পরীক্ষা হচ্ছে ৬০ টাকায়। তবে বেরসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নেওয়া হচ্ছে ৩০০ টাকা। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে জানানো হচ্ছে- ডেঙ্গু পরীক্ষা ফি ৩০০ টাকা। এছাড়া ডেঙ্গুর কয়েকটি পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাগুলো...
Developed by BDITHOST