
স্টাফ রিপোর্টার: নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক এসএম আসাদুজ্জামান বলেছেন, কমিশন চায় অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর সবগুলো নির্বাচনই সুষ্ঠু হয়েছে। রাজশাহী সিটি নির্বাচনও মডেল হবে। সে লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ কর্মকর্তাদের ছয় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজে এই কর্মশালার আয়োজন করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের আরও মহাপরিচালক বলেন, ইভিএম ভোটগ্রহণের সহজ প্রযুক্তি। এ নিয়ে ভীতির কিছু নেই। রাজশাহী সিটির সাধারণ ভোটারদের ইভিএমের কার্যক্রম জানাতে বিভিন্ন ওয়ার্ডে ঐতিহ্যবাহী গম্ভীরা গানসহ উদ্বুদ্ধকরণ নানা কর্মসুচি পালন করা হচ্ছে। যাতে ভোটাররা নির্ভুলভাবে নিজ নিজ ভোট দিতে পারেন। সেজন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ...
Developed by BDITHOST