
স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের তফশিল ঘোষণার পর মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও গত তিনদিনে মেয়র বা কাউন্সিলর পদে কোনো মনোনয়নপত্র উত্তোলন হয় নি। গত বৃহস্পতিবার থেকে রাজশাহীর নির্বাচন অফিস রাসিক নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে। কিন্তু বৃহস্পতিবার থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো মনোনয়নপত্র উত্তোলন হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার হাবিবুর রহমান। তিনি জানান, আমরা যেদিন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছি সেদিন থেকেই প্রায় ব্যাংক বন্ধ রয়েছে। কারণ মনোনয়নপত্র তোলার সাথে ব্যাংক চালান জমা দেয়ার বিষয়টি জড়িত। তাছাড়া মধ্যে দুদিন শুক্র ও শনিবার ছিল ছুটির দিন। যার কারণে প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করতে পারেন নি প্রার্থীরা। তিনি বলেন, আগামীকাল রোববার থেকে মনোনয়নপত্র উত্তোলন শুরু হবে এমনটা ধারণা করা হচ্ছে। তিনি বলেন, প্রার্থীরা চাইলে যেকোনো সময় এসে...
Developed by BDITHOST