
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। সোমবার মধ্যরাতে প্রার্থীদের প্রচার-প্রচারণার সময় শেষ হয়। শেষদিনে প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে শহরে মিছিল করেছেন। বিশেষ করে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা মিছিল করে নিজের জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করেছেন। আগামীকাল বুধবার (২১ জুন) নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইভিএম নিয়ে আপত্তি রয়েছে জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম স্বপনের। ইভিএমে ভোট সুষ্ঠু হবে না আশঙ্কা করে ইতোমধ্যে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন কেন্দ্রে। তবে কেন্দ্র থেকে সোমবার পর্যন্ত তাকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। তাই শেষদিনে মনের বিরুদ্ধে টুকটাক প্রচারণা চালিয়েছেন লাঙ্গল প্রতীকের এই প্রার্থী। এদিকে বিকালে বিরাট মিছিল বের করে নৌকার পক্ষে জনজোয়ার দেখাতে চেয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী...
Developed by BDITHOST