
স্টাফ রিপোর্টার: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার পর দলটি রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন বর্জন করেছে। রাজশাহীতে নির্বাচন বর্জনের জন্য ডাকা সংবাদ সম্মেলনে দলটির মেয়রপ্রার্থী মুরশিদ আলম বলেছেন, নির্বাচন কমিশনকে পরীক্ষা করার জন্যই তারা ভোটে অংশ নিয়েছিলেন। সোমবার রাতে নগরীর শিরোইল এলাকার দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২১ জুনের রাজশাহী সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে হাতপাখা প্রতীকের প্রার্থী বলেন, ‘এই নির্বাচনে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল না। নির্বাচন কমিশন আশ^াস দিয়ে বলেছিল, “পরীক্ষামূলক আমাদের দেখেন। আমরা সুষ্ঠু নির্বাচন দিতে পারি কি না।” সেই পরীক্ষা করার জন্যই আমরা নির্বাচনে গিয়েছিলাম। এখন আমরা যা দেখেছি, সুষ্ঠু নির্বাচন তারা দিতে পারেনি। তাই আমরা নির্বাচন বর্জন করলাম।...
Developed by BDITHOST