
স্টাফ রিপোর্টার: আগামী মাসের মাঝামাঝি ঘোষণা হতে পারে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের তফসিল। সেই হিসেবে জুনের মধ্যে হবে নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এখনও সিদ্ধান্তহীনতায় বিএনপি। আর অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থীদেরও নিবার্চনী মাঠে নামতে দেখা যায়নি। রাজনেতিক বিশ্লেষকরা বলছেন, রাসিক নির্বাচনে মেয়র পদে মূলত প্রতিদ্ব›িদ্বতা হয় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে। আর অন্য দলগুলোর তেমন ভূমিকা থাকে না সিটি নির্বাচনে। কাউন্সিলর পদে এবার ক্ষমতাসীন দলের প্রার্থীকে মোকাবেলা করতে হবে বিদ্রোহী প্রার্থীদের। কারণ, প্রকাশ্যে না হলেও ভেতরে ভেতরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের রাজনীতি মুলত দুই ধারায় বিভক্ত। আওয়ামী লীগ নেতারা বলছেন, এখন পর্যন্ত বর্তমান মেয়র খায়রুজ্জামান লিটন ছাড়া অন্য কাউকে মেয়র প্রার্থী হিসেবে ভাবছেন না তারা। কারণ, মেয়র নির্বাচিত হয়ে তিনি এ...
Developed by BDITHOST