
স্টাফ রিপোর্টার : আগামী ২১ জুন অনুষ্ঠেয় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে দলীয় মনোনয়ন দেওয়ায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগ এই মিছিল করে। নগরীর রাণীবাজারে খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে মিছিল শেষ হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। মিছিল শেষে রানীবাজারে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মাধ্যমে ৫টি সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা দিয়েছেন। তার...
Developed by BDITHOST