
স্টাফ রিপোর্টর : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদিন উঠছে অধিক পরিমাণ মনোয়নপত্র। দিন গড়ানোর সাথে সাথে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলনের হারও বাড়ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৮০ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তবে গত ২৭ এপ্রিল থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও এখন পর্যন্ত মেয়র পদে কোনো মনোনয়নপত্র উত্তোলন হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ৮২জন কাউন্সিলর প্রার্থীর মনোয়নপত্র উত্তোলন হয়েছে। এরমধ্যে সংরক্ষি আসনে ২৪ জন ও সাধারণ কাউন্সিলর পদে রয়েছে ৫৮ জন। এরমধ্যে বেশ কিছু কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র উত্তোলনের পর জমা দিয়েছেন। তবে এখন পর্যন্ত মেয়র পদে কোনো মনোনয়নপত্র উত্তোলন হয়নি বলেও জানান তিনি। গত...
Developed by BDITHOST