
স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতীক বরাদ্দ পাওয়ার পর গণসংযোগ করেছেন। শুক্রবার বিকেল ৫টা থেকে নগরীর ১নং ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা মোড় থেকে গণসংযোগ শুরু করেন। শুরুতেই তিনি পশ্চিমাঞ্চল বীর মুক্তিযোদ্ধা সমবায় সমিতির আয়োজিত ্এক মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন । সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক সাদিকুজ্জামান কাজল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কবিকুঞ্জ রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামানিক সহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এরপর কাঁঠালবাড়িয়া, রায়পাড়া, গুড়িপাড়া, আদুবুড়ি সহ...
Developed by BDITHOST