নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৪:৩৬। ৭ নভেম্বর, ২০২৫।

রাসিক মেয়র ও কাউন্সিলরগণ শপথ নিবেন সোমবার

জুলাই ২, ২০২৩ ১:৫৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : আগামি সোমবার (৩ জুলাই) রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ গ্রহণ করবেন। এদিন পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শপথগ্রহণ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলরগণ শপথ নিবেন এলজিআরডি মন্ত্রীর কাছ থেকে। ৩ জুলাই বেলা ১২ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিন একই সাথে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ নিবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র শপথ নিতে এএইচএম খায়রুজ্জামান লিটন ও কাউন্সিলরগণ রোববার (২ জুলাই) সকাল ৬টায় নগরভবনের সামনে থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে। তাদের সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মিরা ঢাকা যাবেন।

৩ জুলাই শপথ গ্রহণের পর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন কাউন্সিলর ও দলীয় নেতাকর্মিদের নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। পরে টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।