
স্টাফ রিপোর্টার: আগামী জুন মাসের ২১ তারিখ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এবং ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামানের সার্বিক সহযোগিতায় নগরীর পাঠানপাড়া শহিদ কামারুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এফবিসিসিআইয়ের পরিচালক ও আওয়ামী লীগ সদস্য ব শামসুজ্জামান আওয়াল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। কারণ আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছিলো। স্বাধীনতার মহান নায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতীর জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তাঁর ডাকে দেশের সকল শ্রেণি পেশার মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। কিন্তু বাংলাদেশের কিছু নরপিশাচ...
Developed by BDITHOST