অনলাইন ডেস্ক : আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। আজ বুধবার (১৫ অক্টোবর) আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহারে বিমান হামলা চালিয়ে পাক বিমানবাহিনী। এছাড়া আফগানিস্তানও সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে। এতে কয়েক ডজন সেনা হতাহত হয়েছে। এরমধ্যে নিজেদের শক্তি প্রদর্শনে পাকিস্তানের সেনাদের ব্যবহৃত প্যান্ট ও অস্ত্র প্রদর্শন করেছে আফগান সেনারা। এগুলো সীমান্তবর্তী পাকিস্তানের বর্ডার পোস্ট থেকে নিয়ে এসেছে আফগান সেনারা। সংবাদমাধ্যম বিবিসির আফগান সাংবাদিক দাউদ জুনবিশ এ ঘটনার একটি ছবি প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে, নানগ্রাহার প্রদেশের একটি রাস্তের মোড়ে পাক সেনাদের প্যান্ট ঝোলানো হয়েছে। এছাড়া সেখানে অস্ত্রও ছিল। তিনি বলেছেন, “খালি প্যান্ট, সীমান্তের কাছ থেকে পাক সেনাদের ফেলে যাওয়া বর্ডার পোস্ট থেকে আনা হয়েছে। এগুলো নানগ্রাহার প্রদেশে প্রদর্শন করা হয়েছে। আফগানিস্তানে পাকিস্তান বিরোধী মনোভাব তুঙ্গে পাকিস্তানের...
Developed by BDITHOST