নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১০:২৫। ১৪ জানুয়ারি, ২০২৬।

রাহুলের সেঞ্চুরি, ভারতের সংগ্রহ ২৮৪ রান

জানুয়ারি ১৪, ২০২৬ ৭:৪৪
Link Copied!

অনলাইন ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের শুরুতে ব্যাট করতে সেঞ্চুরি দেখা পেয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। তার সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮৪ রান করেছে স্বাগতিকরা। ফলে সমতায় ফিরতে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৮৫ রান।

রাজকোটে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ভারত। উদ্বোধনী জুটিতে আসে ৭০ রান। ৩৮ বলে ২৪ রান করে আউট হন রোহিত শর্মা। এদিকে ফিফটির দেখা পেয়েছেন আরেক ওপেনার শুবমান গিল। সাজঘরে ফেরার আগে করেন ৫৬ রান।

আরও পড়ুনঃ  বাগমারায় নির্বাচন ও গণভোট উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ২৩ রান। আর মাত্র ৮ রান করেই ফেরেন শ্রেয়াস আইয়ার।

আরও পড়ুনঃ  রাজশাহীতে দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক, পলাতক ২

এরপর রবীন্দ্রো জাদেজা ও নিতিশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বড় করতে থাকেন উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। আপনতালে খেলতে থাকা এই ব্যাটার ফিফটির পর ব্যক্তিগত সেঞ্চুরিও তুলে নেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১২ রানে। মাত্র ৯২ বলে খেলা তার এই ইনিংসটি ১১টি চার ও একটি ছয়ে সাজানো।

আরও পড়ুনঃ  ‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের

এছাড়া জাদেজা ২৭, নিতিশ ২০ ও হারসিত রানা ২ রান করেন। আর ২ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ক্রিস্টিয়ান ক্লার্ক। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।