
অনলাইন ডেস্ক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে বরখাস্তের কোনো সম্পর্ক নেই; দায়িত্বে অনুপস্থিত থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, সার্জেন্ট আরিফুল ইসলাম দায়িত্বে ছিলেন না। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। এর আগে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেখা যায়, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গেলে রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করছেন সার্জেন্ট আরিফুল ইসলাম। ভিডিওটি...
Developed by BDITHOST