স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর জাতীয়তাবাদী দলের সাধারন সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় মাহফুজুর রহমান রিটনকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি মাহমুদ হাসান শিশিল।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত রাজশাহী মহানগরের পূর্ণাংগ কমিটি হয়েছে। আর সেই কমিটিতে তারুণ্যের শক্তি, তৃণমূল কর্মীদের আস্থাভাজন সৎ নির্ভিক কর্মী বান্ধব রিটন ভাইকে মহানগর কমিটির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তার নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুসংগঠিত দল হয়ে নির্বাচন করে বিজয় সুনিশ্চিত করবে।
শিশিল আরও বলেন, বিএনপি রাজশাহী মহানগরীর বহুদিনের প্রত্যাশা পূরন হয়েছে এবং যোগ্য সম্পন্ন ব্যাক্তিকে দায়িত্ব দিয়ে সকলের আশা পূরন করেছে। শিশিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিশেষ ধন্যবাদ জানান।

এছাড়াও সাবেক ছাত্রদলের নেতা মাহমুদ হাসান শিশিল মহানগরের দায়িত্ব প্রাপ্ত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
উল্লেক্ষ, রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ মামুনকে সভাপতি করা হয়েছে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে নগর যুবদলের আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটনকে।
শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়।

