স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘রিসার্চ বেইজড টিচিং অ্যান্ড লার্নিং মেথোডোলজি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। সেমিনারে যন্ত্রকৌশল অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকসহ রসায়ন ও পদার্থ বিদ্যা বিভাগের ৯০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।