নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৬:০২। ৩০ জুলাই, ২০২৫।

রুয়েটে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিই বিভাগ

জুলাই ২৯, ২০২৫ ৬:১০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে রুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় চ্যাম্পিয়ন দল হিসেবে ট্রফি জেতার গৌরব অর্জন করে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগ।

গত ২৯ জুন থেকে শুরু হওয়া আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় রুয়েটের মোট ১৪ টি বিভাগ অংশ নেয়। গ্রুপ পর্ব, কোয়াটার ও সেমিফাইনাল শেষে ফাইনাল খেলার জন্য নির্বাচিত হন সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগ। নির্ধারিত সময়ে টান-টান উত্তেজনায় খেলা ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ভাগ্য নির্ধারণীতে ৪-২ গোলে বিজয় নিশ্চিত করে সিই বিভাগ। রার্নারআপ হন এমই বিভাগ। প্রতিযোগিতায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন সিই বিভাগের মেহেদী (জার্সি নং ৭)। খেলায় তৃতীয় স্থান অধিকার করে ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ এবং ফেয়ার প্লে নির্বাচিত হয় কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।

আরও পড়ুনঃ  সাকিব-তামিমের প্রশংসা করে যা বললেন হামজা

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দল ও প্লেয়ারদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। রুয়েটের চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোহা: মাহবুবুল আলমের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (অর্থ) অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সিই অধ্যাপক ড. বুলবুল আহমেদ, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জেড.এইচ.এম মঞ্জুর মোর্শেদ সহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুনঃ  হঠাৎ মেকআপ ছাড়া ছবি দিয়ে যা বললেন ভাবনা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।